বইমেলায় আসছে বীথি রহমানের প্রথম কাব্যগ্রন্থ
প্রকাশিত: ১৪:২২ ১৩ ফেব্রুয়ারি ২০২২ আপডেট: ১৪:২৪ ১৩ ফেব্রুয়ারি ২০২২

বীথি রহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘এখানে অনেকদিন বৃষ্টি হয় না’। ছবি : সংগৃহীত
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বীথি রহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘এখানে অনেকদিন বৃষ্টি হয় না’। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ।
ধ্রুব এষের প্রচ্ছদে বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। মেলার প্রথম দিন থেকেই অন্যপ্রকাশের প্যাভিলিয়নসহ সকল অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে।
লেখক বীথি রহমান জানান, মোট ৫০টি কবিতা রয়েছে বইটিতে। সেসব কবিতায় নর-নারীর চিরন্তন প্রেম, বিরহ, মৃত্যু ও প্রকৃতি প্রাধান্য পেয়েছে। আছে নারী নির্যাতন ও তার থেকে মুক্তিলাভের বার্তাও। এ ছাড়াও আন্তর্জাতিক আলোচিত ইস্যুসহ বর্তমান করোনা মহামারি সময়ের প্রভাবও এ পাণ্ডুলিপির কয়েকটি কবিতায় স্পষ্ট। সেই অর্থে পাণ্ডুলিপিটির কনটেক্সট সমসাময়িক ও চিরন্তন।
আরো পড়ুন : পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের চতুর্থ গল্পগ্রন্থ
দেশের তরুণ একজন কবি বীথি রহমান। জন্ম ১৫ মার্চ। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আয়মান নদীর কূল ঘেষা এক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ইডেন মহিলা কলেজ থেকে সমাজকর্মে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
তার প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৯৯ সালে, ছোট কাগজ ‘সৃহৃদ’ এর শিশু বিভাগে। বিশ্ব সাহিত্য সাময়িকি এবং পত্রিকায় নিয়মিত লিখে যাচ্ছেন তিনি।
ডেইলি বাংলাদেশ/কেবি