মৃত্যু
আফজাল হোসেন
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:২০ ৩০ ডিসেম্বর ২০২০ আপডেট: ১১:৪১ ৩০ ডিসেম্বর ২০২০

আফজাল হোসেন। ছবি: সংগৃহীত
নিরন্তর শীতের বদলে কাঁপায় শোকপ্রবাহ
মনে মনেও বলতে পারি না শুভ সকাল,
ইচ্ছা উদয় হওয়া মাত্র বুকের সুড়ঙ্গ চিরে
পুরাতন ইঞ্জিনের ট্রেন দৌড়ে যায়।
শুভ্র সকালকেও বড় ভয় হয় আজকাল
নতুন একটা দিন কি যেন এনেছে উড়িয়ে
রোদ হাওয়ায় নতুন কার মৃত্যু সংবাদ
কে কোথায় কখন নেই হয়ে গেল!
নেই শব্দটা রোজ বেয়াড়ার মতো
লাফিয়ে নেমে তীর ছোঁড়ে দিগ্বিদিক
যেন প্রতি পাড়া, উঠোন ও জানালায়
গেঁথে দেবে হাহাকার, তার তীব্র অহং!
রোজ একত্রে খসে যাচ্ছে তারিখ ও মানুষ
চিরকাল দুর্বহ, শোকেরই ছিল সে
মৃত্যুর পুরাতন স্বভাব ছিল নিঃশব্দে হরণ
এখন শিকড়সুদ্ধ মানুষ উপড়ে নিয়ে যায়।
লেখক: অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা এবং সাহিত্যিক।
ডেইলি বাংলাদেশ/এনকে