Alexa প্রাচ্যনাট স্কুলের ‘নৈশভোজ’

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

প্রাচ্যনাট স্কুলের ‘নৈশভোজ’

 প্রকাশিত: ১৩:৪৪ ১৬ জানুয়ারি ২০১৮  

ছবি: নৈশভোজ নাটকের দৃশ্য

ছবি: নৈশভোজ নাটকের দৃশ্য

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৩৩তম ব্যাচের সমাপনী নাটক ‘নৈশভোজ’। এ সময় প্রতিষ্ঠানের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। মনোজ মিত্রের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান।

নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের এক প্রান্তে দরিদ্র চামার পাড়ায় কয়েকটি ঘরে চামার পরিবারের বসবাস আর অন্য প্রান্তে উপরতলার কুণ্ডু বাবুদের বাস। দখলদারদের চাপে চামার পরিবারগুলো জীবিকা যেখানে সংকটে, সেখানে কুন্ডুদের বাগানে কাঁঠাল উপচে পড়ছে। তবুও অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত বাবুরা।

চামার পাড়ার সাধু তুষ্টু নিজের সম্ভ্রম বাঁচাতে মৃত্যুর পথ বেছে নিলেও মৃত্যু তাকে মুক্তি দেয় না। নোংরা প্রতিযোগিতার হাত থেকে বাঁচতে আজ রাতে বন্য শেয়ালের পাশাপাশি কুণ্ডু বাবুরাও মেতে ওঠে নিজ ভোজের খোঁজে। আর এভাবেই তৈরি হতে থাকে সকলের নৈশভোজ।

নাটকটিতে অভিনয় করছেন- হাসিব, মুন্না, রবিউল, পলাশ, মিনহাজ, স্বনক, নাহিয়ান, জিলানী, আসাদুজ্জামান, ইমরান, তন্ময়, মিদুল, পাকিজা, আহসান, অদ্রী, তানজীর, সাকিব, তাসনুভা, ফাহমী, জেসমিন, কাওছার, মনিরুজ্জামান, আকাশ, আদিবা, হৃদয়।

সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন সাফায়াত খান এবং সার্বিক তত্ত্বাবধানে সাইফুল ইসলাম জার্নাল।

ডেইলি বাংলাদেশ/টিএএস/জেডআই