Exim Bank
ঢাকা, মঙ্গলবার ২০ মার্চ, ২০১৮
Advertisement
শিরোনাম:
মানিকগঞ্জের সিংগাইরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের ফাঁসি মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত, আটক ৪ খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখলো আপিল বিভাগ
শিরোনাম:
মানিকগঞ্জের সিংগাইরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের ফাঁসি মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত, আটক ৪ খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখলো আপিল বিভাগ...

‘প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চাই’

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০৭, ৫ অক্টোবর ২০১৭

আপডেট: ১৬:৫৫, ৫ অক্টোবর ২০১৭

৮৭৫৮ বার পঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সকল আইনজীবী দলমত নির্বিশেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে দেখা করতে চান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সাক্ষাৎ করে তার (সুরেন্দ্র কুমার সিনহা) শারীরিক সুস্থতা কামনা করতে চাই’।

বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের এক নম্বর আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থান জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক আবেদনের সময় তিনি এসব কথা বলেন।

পরে ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, বর্তমানে যে সংকট তা কোনো রাজনৈতিক সংকট নয়। দেশের সকল আইনজীবী দলমত নির্বিশেষে প্রধান বিচারপতির (এসকে সিনহা) সাথে দেখা করতে চান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির ছুটি নিয়ে দেশে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে অনেক ধরনের কথা বলছেন। সেটি দেশের জন্য, সরকারের জন্য, বিচার বিভাগের জন্য ভালো না।

এর আগে বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের এক নম্বর আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক আবেদন জানায়। আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার নিজ বাসাতেই আছেন বলে জানিয়েছেন ভারপ্রপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এজে মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

সর্বাধিক পঠিত