Exim Bank
ঢাকা, মঙ্গলবার ১৯ জুন, ২০১৮
Advertisement

৭ নবজাতকের জন্ম দিল দুই নারী

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১৯, ২২ মে ২০১৮

৩১৬০ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে দুই নারী সাত নবজাতকের জন্ম দিয়েছেন। সোমবার বিকেলে ও রাতে পৃথিবীর আলো দেখে এ সাত অতিথি। এক সঙ্গে এক মায়ের ৪ সন্তান ও অপর মায়ের ৩ সন্তান জন্ম দেয়ায় আগ্রহ নিয়ে অনেকে তাদের খবর নিচ্ছে হাসপাতালে।

মঙ্গলবার এ শিশুদের খবর জানতে যোগাযোগ করা হয় হাসপাতালে। কর্তৃপক্ষ জানান, শিশুরা ভাল আছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাতে হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে অস্ত্রপচারের মাধ্যমে মাতা সনিয়া আক্তার চারজন নবজাতকের জন্ম দিয়েছেন। সনিয়া আক্তারের ৪জন নবজাতকের মধ্যে ৩জন ছেলে ও একজন কন্যাশিশু। চার জনই সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

একই দিন বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুন তিন নবজাতকের জন্ম দেন। সুইটি খাতুনের ৩ নব জাতকের মধ্যে দুই জন কন্যা ও একজন ছেলে সন্তান। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

সর্বাধিক পঠিত