পেট কেটে ২ হাজার ইয়াবা
প্রকাশিত: ১৯:৩৬ ৩০ মে ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাদক সরবরাহকারী পেট কেটে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে এ ইয়াবা উদ্ধার করেন শেরে-ই বাংলা মেডিকেলের সার্জারী বিভাগের চিকিৎসকরা।
নূরে আলম লক্ষ্মীপুর জেলার চরসীতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নূরে আলমসহ ৪জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নূরে আলম পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এরপর নূরে আলমকে ওই রাতে শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। এক্সরে করে বিষয়টি নিশ্চিত করা হয়। পরে তাকে সার্জারী বিভাগের চিকিৎসকদের কাছে পাঠানো হয়। বুধবার দুুপুরে অস্ত্রোপচারে ওই ইয়াবা বের করেন চিকিৎসকরা।
শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের ডা. ইখতিয়ার আহসান জানান, গোলাকার লম্বা প্যাকেট করে পায়ুপথ থেকে ওই ইয়াবা নূরে আলমের পেটে প্রবেশ করানো হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেডএম