Exim Bank
ঢাকা, মঙ্গলবার ১৯ জুন, ২০১৮
Advertisement

ছেলে অকৃতকার্য, বাবার অবাক কাণ্ড

 আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৩২, ১৯ মে ২০১৮

আপডেট: ২১:৪৩, ১৯ মে ২০১৮

৩১০২ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাধ্যমিক পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়েছে ছেলে। তবে তাকে কোনো বকাবকি করেননি। বরঞ্চ ছেলেকে উৎসাহ দিতে রীতিমতো অবাক কাণ্ড ঘটিয়েছেন বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, ভারতের মধ্যপ্রদেশের টিলি এলাকার বাসিন্দা সুরেন্দ্র ব্যাসের ছেলে আশু ব্যস চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। গেল সোমবার প্রকাশিত হয় ওই ফলাফল। এ ফলে আশু ব্যাস চার বিষয়ে অকৃতকার্য হয়। বাড়িতে এই খবর নিয়ে আসার পর বাবা জড়িয়ে ধরেন ছেলেকে।

এরপর বাবা সুরেন্দ্র ব্যাস বলেন, মন ভাঙবে না। ভবিষ্যতে তুমি ভালো ফল করবে।

শুধু তাই নয়, ফল প্রকাশের পরদিন এক আনন্দ উৎসবের আয়োজন করেন বাবা। ছেলের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীকে খবর দেয়া হয়। বাড়িতে আনা হয় ব্যান্ডপার্টি। চলে আতশবাজি পোড়ানো। ঢোল বাজিয়ে আনন্দ মিছিলও বের হয়। এরপর খানাপিনা। উৎসবে মেতে ওঠে সুরেন্দ্র ব্যাসের বাসভবন। আয়োজন করা হয় নানা খাবারের।

সুরেন্দ্র বলেন, আমি চাইনি ছেলে হতাশ হয়ে পড়ুক। ওকে উৎসাহ দিতেই এই উৎসবের আয়োজন করেছি। মাধ্যমিক পরীক্ষা তো আর জীবনের শেষ পরীক্ষা নয়।

ডেইলি বাংলাদেশ/এসআই

সর্বাধিক পঠিত