Exim Bank
ঢাকা, সোমবার ২১ মে, ২০১৮
iftar
বিজ্ঞাপন দিন      

বিয়ে করলেন নিরব-তিশা!

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৭, ২০ এপ্রিল ২০১৮

আপডেট: ১১:১৮, ২০ এপ্রিল ২০১৮

৬৮১৫ বার পঠিত

ফাইল ফটো

ফাইল ফটো

অভিনেতা নিরব। আবারো তিনি বর সাজলেন! এর আগেও ২৬ ডিসেম্বর ২০১৪ সালে তিনি বর সেজেছিলেন। সে সময় নিরব রিদ্ধিকে বিয়ে করেন।

অপরদিকে, নিরবের সঙ্গে কনে সাজলেন অভিনেত্রী তিশা। এর আগেও তিনি কনে সেজেছিলেন। তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে সময়ও তাকে কনে সাজে দেখা গেছে।

তবে এবার তারা কেন আবার বিয়ের সাজ দিলেন? এর রহস্য উদঘাটনে খোঁজ-খবর করে জানা যায়, দেশের স্বনামখ্যাত অভিজাত ফ্যাশন হাউজ ‘ভাসাভি’ সম্প্রতি বিয়ের ফটোশুটের আয়োজন করে। আর এতেই মডেল হয়েছেন নিরব ও তিশা।

এর আগেও অভিনেত্রী শবনম ফারিয়া ও মেহজাবিনের সঙ্গে ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন নিরব। তারই ধারাবাহিকতায় এবার তিনি মডেল হলেন অভিনেত্রী তিশার সঙ্গে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

সর্বাধিক পঠিত