Exim Bank Ltd.
ঢাকা, রোববার ২১ অক্টোবর, ২০১৮, ৬ কার্তিক ১৪২৫

বাড়ছে গ্যাসের দাম, আসছে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম
বাড়ছে গ্যাসের দাম, আসছে ঘোষণা
ফাইল ফটো

আসছে সপ্তাহ থেকে বাড়ছে গ্যাসের দাম। তবে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি খরচ বৃদ্ধি পাওয়া গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪০ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বৃদ্ধির আভাস পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাসের এই উচ্চমূল্য আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের দিতে হবে না। তবে সংশোধিত উচ্চমূল্য বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা, সিএনজি স্টেশন, শিল্প কারখানা ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর প্রভাব ফেলবে।

উচ্চমূল্যে আমদানি করা এলএনজি গ্যাস চলতি বছরের আগস্ট থেকে গ্রাহক পর্যায়ে সরবরাহ শুরুর মাঝ পথে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হল। প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) এলএনজির খরচ পড়ছে ১১ মার্কিন ডলার, যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত গ্যাসের খরচ ইউনিট প্রতি মাত্র ২.৯ মার্কিন ডলার।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র জানায়, বিভিন্ন সরকারি সংস্থার প্রস্তাবগুলোর সব সুবিধা-অসুবিধা বিবেচনা করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। যেকোনো সময় গ্যাসের বর্ধিত মূল্য ঘোষণার জন্য প্রস্তুত রয়েছে বিইআরসি। প্রতিষ্ঠানটি সদস্য মিজানুর রহমান বলেন, তারা দুটি বিষয় নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিলেন। পাইপলাইনে আমদানিকৃত এলএনজির প্রবাহ। আরেকটি এলএনজির ওপর সম্পূরক শুল্ক (এসডি) মওকুফে সরকারের সিদ্ধান্ত। তিনি জানান, দুয়েক দিনের মধ্যে এসডি মওকুফের বিষয়ে সরকারি নির্দেশনা পাওয়া যাবে।

এর আগে জুন মাসে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন গ্যাস বিতরণ ও সরবরাহকারী কোম্পানির আবেদনের প্রেক্ষিতে গণশুনানির আয়োজন করে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসি। রাষ্ট্রায়ত্ত ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি, একটি সরবরাহ কোম্পানি ও একটি এলএনজি বাজারজাতকরণ কোম্পানিসহ আট প্রতিষ্ঠান ওই শুনানিতে অংশ নেয়। সবগুলো প্রতিষ্ঠানই আবাসিক ও বাণিজ্যিক খাত ছাড়া অন্যান্য ক্ষেত্রে গ্যাসের দাম গড়ে ৭৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ ও প্রস্তাব করে।

শুনানিতে কোম্পানিগুলো গ্যাসের দাম বৃদ্ধির পক্ষে যুক্তি দেখায়, উচ্চমূল্যে আমদানিকৃত এলএনজি ব্যয়ের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে দাম বাড়ানোর প্রস্তাব করতে হচ্ছে। কারণ এতে খরচ যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে। সর্ববৃহৎ গ্যাস বিতরণকারী কোম্পানি তিতাস প্রস্তাবনায় বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৩.১৬ টাকা থেকে ১০ টাকা করার, অর্থাৎ ২০৬ শতাংশ বাড়াতে বলে। সবচেয়ে বেশি দাম বৃদ্ধির কথা বলা হয় কারখানার ক্ষেত্রে। এতে ৩৭২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। প্রতি ঘনমিটারে বিদ্যমান ২.৭১ টাকা থেকে বাড়িয়ে ১২.৮০ টাকা করতে বলা হয়।

ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৯.৬২ টাকার পরিবর্তে ১৬ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে কারখানায় গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭.৭৬ টাকার পরিবর্তে ১৫ টাকার করতে বলা হয়। এছাড়া সিএনজি স্টেশনে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৩২ টাকার পরিবর্তে ৪০ টাকা করার প্রস্তাব করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ ভোক্তা সমিতিসহ (ক্যাব) বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনগুলো গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবগুলোর বিরোধিতা করে। উল্টো গ্যাসের দাম কমানোর জন্য আবেদন করে তারা।

বিইআরসি বিধি অনুযায়ী, শুনানি শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে তার সিদ্ধান্ত ঘোষণা করতে হবে।

গত ১৮ আগস্ট থেকে গ্রাহক পর্যায়ে এলএনজি সরবরাহ শুরু করে পেট্রোবাংলা। কর্মকর্তারা জানান, বর্তমানে এলএনজি থেকে প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। মাস দুয়েকের মধ্যে এটি প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ সম্ভব হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর এলএনজি থেকে প্রতিদিন এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।

ডেইলি বাংলাদেশ/এলকে

আরোও পড়ুন
সর্বাধিক পঠিত
আজো হিমঘরে সন্তানের প্রতীক্ষায় ‘বাবা’!
আজো হিমঘরে সন্তানের প্রতীক্ষায় ‘বাবা’!
আইয়ুব বাচ্চু মারা গেছেন
আইয়ুব বাচ্চু মারা গেছেন
দুই স্বামীকে ‘ছেড়ে’ মন্ট্রিলে দেখা মিলল তিন্নির!
দুই স্বামীকে ‘ছেড়ে’ মন্ট্রিলে দেখা মিলল তিন্নির!
‘তিন ভাই’ একসঙ্গে আমাকে ধর্ষণ করেছিল’
‘তিন ভাই’ একসঙ্গে আমাকে ধর্ষণ করেছিল’
না ফেরার দেশে সালমানের ‘শেষ প্রেমিকা’
না ফেরার দেশে সালমানের ‘শেষ প্রেমিকা’
যেভাবে প্রথম বুবলীর ‘ভাই’
যেভাবে প্রথম বুবলীর ‘ভাই’
স্ত্রী ফিরে দেখে বাসায় অন্য নারী!
স্ত্রী ফিরে দেখে বাসায় অন্য নারী!
‘ওয়েব সিরিজে ভরপুর নগ্নতা’ দেখার কেউ নেই!
‘ওয়েব সিরিজে ভরপুর নগ্নতা’ দেখার কেউ নেই!
প্রেমিকের কবরে কনের সাজে প্রেমিকার কান্না
প্রেমিকের কবরে কনের সাজে প্রেমিকার কান্না
দাম শুনলে চমকে যাবেন যে কেউই!
দাম শুনলে চমকে যাবেন যে কেউই!
মৃত্যুর আগে কোথায় ছিলেন আইয়ুব বাচ্চু?
মৃত্যুর আগে কোথায় ছিলেন আইয়ুব বাচ্চু?
অনেকেই সাবান জমান কেউ গোসলই করেন না!
অনেকেই সাবান জমান কেউ গোসলই করেন না!
এক উঠোনে মসজিদ-মন্দির, প্রার্থনায় নেই বিবাদ
এক উঠোনে মসজিদ-মন্দির, প্রার্থনায় নেই বিবাদ
দুলাভাইয়ের কাছে শ্যালিকার আবদার!
দুলাভাইয়ের কাছে শ্যালিকার আবদার!
বন্ধুর ‘অকাল প্রয়াণে’ যা বললেন হাসান
বন্ধুর ‘অকাল প্রয়াণে’ যা বললেন হাসান
‘বেঁচে আছেন বাচ্চু?’ এ কী শোনালেন!
‘বেঁচে আছেন বাচ্চু?’ এ কী শোনালেন!
১ কোটি টাকা চেয়েছিলেন অনন্ত
১ কোটি টাকা চেয়েছিলেন অনন্ত
এবার মেয়েকে নিয়ে মারাত্মক কথা বললেন ঐশ্বরিয়া!
এবার মেয়েকে নিয়ে মারাত্মক কথা বললেন ঐশ্বরিয়া!
মিলনেই মৃত্যু, কারা ছিলো সেই ‘বিষকন্যা’?
মিলনেই মৃত্যু, কারা ছিলো সেই ‘বিষকন্যা’?
বাপ-বেটা-শ্বশুর বিকল্পধারা থে‌কে ব‌হিষ্কার
বাপ-বেটা-শ্বশুর বিকল্পধারা থে‌কে ব‌হিষ্কার
শিরোনাম:
মিরপুরে জিম্বাবুুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা মিরপুরে জিম্বাবুুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত জাতীয় সংসদের ২৩তম অধিবেশন বিকেলে শুরু হচ্ছে জাতীয় সংসদের ২৩তম অধিবেশন বিকেলে শুরু হচ্ছে