পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার
প্রকাশিত: ১৯:১৬ ১৮ সেপ্টেম্বর ২০১৮ আপডেট: ২০:১১ ১৮ সেপ্টেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতে পাচারকালে বেনাপোলে এক পাচারকারীর পায়ুপথ থেকে ৮টি স্বর্ণেরে বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট কাস্টম ইমিগ্রেশন থেকে স্বর্ণগুলোসহ একজনকে আটক করা হয়।
আটককৃতের নাম মাসুদুর রহমান পবন। তিনি কুমিল্লা দাউদকান্দি গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা সহকারী কশিমনার নিপূন চাকমা জানান, ভারতে একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে বলে জানতে পারে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা।
বেনাপোল চেকপোস্ট কাস্টম ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন করে ভারতে প্রবেশকালে সন্দেহভাজন পবনকে আটক করা হয়।
প্রথমে তার পায়ুপথে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তার পেট (শরীর) এক্সরে করে পায়ুপথ থেকে আরো তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় ৪০ লাখ টাকা বলে জানান কাস্টম কর্মকর্তারা।
পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ আটক সোনা বেনাপোল কাস্টম শুল্ক স্টেশনে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/আরআর