মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম কিনলেন ৪ প্রার্থী
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩ ১০ নভেম্বর ২০১৮ আপডেট: ২০:০৩ ১০ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন।
মানিকগঞ্জ-১ আসনে (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) থেকে বর্তমান এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিপি, জেলা নির্বাহী সদস্য পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার ও সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক ধানমণ্ডি দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন।
তবে বিএনপির নির্বচনে অংশ নেয়ার ঘোষণা স্পষ্ট না হওয়ায় এলাকায় দলীয় নেতাকর্মীদের তৎপরতা নেই বললেই চলে। এ দিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এ আসনে আলহাজ খোরশেদ আলমকে ইতোপূর্বে প্রার্থী ঘোষণা করায় তিনি নানা তৎপরতা চালাচ্ছেন।
ডেইলি বাংলাদেশ/এমআর