রাজবাড়ীতে সংঘর্ষে আহত পাঁচ
রাজবাড়ী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:২৩, ২০ মার্চ ২০১৮
১৭৪ বার পঠিত
খবরটি শুনতে এখানে ক্লিক করুন
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীর সদর উপজেলার ঘোরপালান এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এতে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মো. আলাউদ্দিন শেখ বলেন- ইউনুস শেখ ও ইউসুফ শেখের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার ঝামেলা চলে আসছিল। এরই ধারা বাহিকতায় তাদের ১০/১৫ জনের একটি দল হামলা চালায় এবং বাড়িতে ছোট খাই আব্দুল বারেক শেখ, ছেলে আরিফুল ইসলাম এবং শাশুরী সৈয়দীনকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এবং ঘরের মধ্যে থাকা নগদ এক লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায় এবং ঘর ভাঙচুর চালায়।
এ ব্যপারে রাজবাড়ী থানার এসআই রাম প্রসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম
সর্বশেষ
সারাদেশ বিভাগের সর্বশেষ
সারাদেশ বিভাগের আলোচিত
সর্বাধিক পঠিত