Alexa ৯ বছরে ৫১ লাখেরও বেশি বৈদেশিক কর্মসংস্থান

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

৯ বছরে ৫১ লাখেরও বেশি বৈদেশিক কর্মসংস্থান

 প্রকাশিত: ১১:৩৯ ১১ ফেব্রুয়ারি ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছর জানুয়ারিতে নতুন ৮১ হাজার ৮৪৬ জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। এ হিসেবে ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত গত ৯ বছরে মোট বৈদেশিক কর্মসংস্থান হয়েছে ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জনের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এটি সম্ভবনাময় খাত হওয়ায় সরকার বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪ লাখ ৫১ হাজার ৯৩ জনের বিদেশে কর্মসংস্থান হয়েছে। তবে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৭ এর ডিসেম্বর পর্যন্ত ২৭ লাখ ৪৭ হাজার ৮২১ জন শ্রমিকের কর্মসংস্থান হওয়ায়, এই খাতে প্রবৃদ্ধি বেড়েছে।

এর আগে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বাসস’কে বলেন, গতবছর ১০ লাখ শ্রমিকের বৈদেশিক কর্মসংস্থান হওয়ায় এ বছর সরকার আরো ১১ লাখ শ্রমিকের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্ব ও সফল কূটনীতির কারণে বর্তমান সরকার ১৬৫টি দেশে শ্রমিক পাঠাতে সক্ষম হয়েছে। মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নতুন শ্রম বাজার তৈরির প্রচেষ্টা রয়েছে। এছাড়া সরকার দক্ষ শ্রমিক সৃষ্টির লক্ষ্যে জেলা সদরে প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে।

শ্রম কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক সেলিম রেজা বলেন, এ বছর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৮ হাজার ৭৫ জন শ্রমিকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। তিনি বলেন,দক্ষ শ্রমিক পাঠানোর লক্ষ্যে এরইমধ্যে সরকার অভিবাসন ব্যয় হ্রাসসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে। ফলে প্রবাসী আয়ের প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এলকে/জেডআই