Alexa ৯৯৯-এ শিক্ষকের ফোন, মরদেহ উদ্ধার

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

৯৯৯-এ শিক্ষকের ফোন, মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৮ ৮ আগস্ট ২০১৯  

রাজবাড়ীর গোয়ালন্দের শ্রীধাম দত্তপাড়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মজনু মানিকগঞ্জের শিবালয়ের নবগ্রামের খয়মুদ্দিনের ছেলে।

খানখানাপুর কিন্ডার গার্টেনের শিক্ষক সঞ্জিব কুন্ডু বলেন, সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেই। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গোয়ালন্দঘাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পাওয়ার পরই মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে তার স্ত্রীকে খবর দেয়া হয়েছে। তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics