Alexa ৯৬ বছর বয়সেও মিলছে না বৃদ্ধভাতা!

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

৯৬ বছর বয়সেও মিলছে না বৃদ্ধভাতা!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:০০ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:০০ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

‘৯৬ বছর অইছে অহনো কার্ড অইলো না। ম্যালা চেষ্টা করলাম। মেম্বার চেয়ারম্যানদের কইলাম। কেউ আমার কথা শুনলো না। আপনারাই কন আর কত বয়স অইলে আমার কার্ড অইবো।’ কথাগুলো বলছিলেন বৃদ্ধা মোছাম্মৎ মোমেনা বেগম।

শেরপুরের শ্রীবরদীর তাতিহাটির ভটপুর গ্রামের মজিবর আলীর স্ত্রী মোছাম্মৎ মোমেনা বেগম। তার বাবার নাম সোবাহান শেখ। মা সিন্দুরি বেওয়া। তার এক ছেলে ও দুই মেয়ে। মেয়ে দুটিকে বিয়ে দিয়েছে অন্যত্র। ছেলেটাও দীর্ঘদিন যাবত অসুখে ভুগছে। মোমেনা থাকেন ছেলের সঙ্গে একটি ঝুপড়ি ঘরে। এটিও অন্যের জমিতে।

হতদরিদ্র এ বৃদ্ধা আগে আশপাশের বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছেন। এখন আর হাটা চলা করতে পারেন না। এজন্য ঝুপরি ঘরে পড়ে থাকেন। কেউ খাবার দিলে খান। খাবার না পেলে না খেয়েই থাকেন। 

বৃদ্ধার ছেলে সুরুজ মিয়া বলেন, আমার বয়স প্রায় ৭০ বছর। আমি নিজেও অসুখে ভুগছি। আগে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। এখন অসুখের কারণে তাও করতে পারি না। 

স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, তারা আমার কাছে এসেছিলেন। তাদের দুরাবস্থা দেখে আমি তার নাম তালিকা করে উপজেলা সমাজ সেবা অধিদফতরে জমা দিয়েছিলাম। কিন্তু পরে জানলাম তালিকায় তার নাম নেই। 

উপজেলা সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তা সরকার নাছিমা আকতার বলেন, আমি তার নাম লিখে নিলাম। তার নাম কার্ডের তালিকায় অন্তর্ভুক্তির জন্য গুরুত্বের সঙ্গে দেখা হবে।

ডেইলি বাংলাদেশ/জেএস