Alexa ৯৪ বছর বয়সে সাইকেল নিয়ে ছুটছেন মাহাথির

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

৯৪ বছর বয়সে সাইকেল নিয়ে ছুটছেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:৪০ ২০ আগস্ট ২০১৯  

সাইকেল নিয়ে ছুটছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ৯৪ বছর বয়সেও ১১ কিলোমিটার সাইকেল চালিয়েছেন। পরে ২৩ সেকেন্ডের একটি ভিডিও তিনি তার টুইটারে শেয়ার করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যেমে ভাইরাল হয়ে পড়ে। গত শনিবার তিনি এই সাইকেল চালান।

ভিডিওটি পোস্ট করে মাহাথির লিখেন, এই সকালে ১১ কিলোমিটার সাইকেল চালিয়েছি, আল্লাহকে ধন্যবাদ, সতেজ ও প্রাণবন্ত অনুভব করছি। ভিডিওতে মাহাথিরকে প্রশাসনিক রাজধানী পুত্রজয়ার একটি পার্কে লাল সাইকেল চালাতে দেখা যায়।

মালয়েশিয়ার প্রবীণ এই প্রধানমন্ত্রী সাইকেল চালানোর সময় স্থানীয় জনগণ উৎসুক চোখে তাকিয়ে থাকে। এই বয়সে সবাই গাড়িতে চড়তেই পছন্দ করে সেখানে নিজেই সাইকেল চালাচ্ছেন। এটা নেটিজেনদের অবাক করেছে।

সামাজিক যোগযোগ মাধ্যেমে অনেকেই তার এই কাজে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। বেশিরভাগ মন্তব্যকারী মাহাথির মোহাম্মদের ভূয়সী প্রশংসা করেন।

ডেইলি বাংলাদেশ/আরএ