Alexa ৮ম ও ৯ম শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশন শুরু

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

৮ম ও ৯ম শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশন শুরু

এহসানুল হাবিব ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৫৩ ১৬ মে ২০১৯   আপডেট: ২০:৫৬ ১৬ মে ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের তথ্য সংশোধন এবং বাদপড়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ মে ঢাকা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

জানা গেছে, ৮ম শ্রেণিতে ১১০ টাকা এবং ৯ম শ্রেণিতে ২৭৩ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে এ টাকা জমা দিয়ে ১৬ মে থেকে ৩০ জুনের মধ্যে ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের বিভাগ, বিষয় ও ছবি সংশোধন এবং বাদপড়াদের রেজিস্ট্রেশন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩০ জুনের পর কোন শিক্ষার্থীর তথ্য সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে না। নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা না হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ