Alexa ৭ বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে না যেতে হুমকি

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

৭ বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে না যেতে হুমকি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:৫৯ ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৪:০০ ১৭ জানুয়ারি ২০২০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বংশালে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই শিশুটি স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

শিশুটির মা অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে বাড়িওয়ালার নাতি রায়হান বাসায় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। সে সময় আমি বাসায় ছিলাম না। ওর বাবাও ডিউটিতে ছিল। পরে বাসায় এসে জানতে পারি রায়হান তাকে ধর্ষণ করেছে। পরে ওই বাড়ির লোকজন আমাদের হুমকি-ধামকি দেয় এবং থানায় মামলা করতে এবং মেডিকেলে আসতে বারণ করে। বৃহস্পতিবার অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন স্বজনরা। বর্তমানে সে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি।

এদিকে, বংশাল থানার ওসি শাহিন ফকির বলেন, হাসপাতাল থেকে সংবাদ পেয়েছি। থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবুও বিষয়টি খোঁজ-খবর নেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/আরএ