Alexa ৭০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল চালক আটক

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

৭০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল চালক আটক

 প্রকাশিত: ১৪:৩২ ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ১৪:৩২ ৩১ আগস্ট ২০১৮

আটক মোটরসাইকেল চালক ইয়াকুব মোল্যা ওরফে বাবুল

আটক মোটরসাইকেল চালক ইয়াকুব মোল্যা ওরফে বাবুল

নড়াইলে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার সকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে।

আটক ইয়াকুব মোল্যা ওরফে বাবুল নড়াইল সদর উপজেলার চন্ডিবরপরপুর ইউনিয়নের ফেদী গ্রামের দাউদ মোল্যার ছেলে। বর্তমানে সে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী মিনা বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। 

নড়াইল ডিবি পুলিশের ওসি মোঃ আশিকুর রহমান জানান,শুক্রবার সীতারামপুর ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলের আরোহীকে তল্লাশি করা হয়। এসময় তার একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই মোটর সাইকেল আরোহীর কাছে একটি ফলের ব্যাগ ও একটি কাপড়ের ব্যাগ ছিল। 

ডেইলি বাংলাদেশ/জেডএম