Alexa ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে ডিএসই

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে ডিএসই

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৭:২০ ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৭:২০ ১৯ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যা আগের হিসাব বছরের চেয়ে ৫ শতাংশ কম। এ লক্ষ্যে ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে ডিএসই। 

মঙ্গলবার পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

ডিএসই সূত্রে জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা। এতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। এর আগের বছর একই সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছিল ১২৩ কোটি ৯১ লাখ টাকা এবং ইপিএস ছিল ৬৯ পয়সা। তখন ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ডিএসই।

ডেইলি বাংলাদেশ/এসআইএস