Alexa ৫ বছরের চুক্তিতে চেলসিতে মোরাতা

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

৫ বছরের চুক্তিতে চেলসিতে মোরাতা

 প্রকাশিত: ১৩:০৮ ২২ জুলাই ২০১৭  

আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দিচ্ছেন, এটা জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল চুক্তির আনুষ্ঠানিকতা। কাল সেই আনুষ্ঠানিকতাও সারল দুই পক্ষ। ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড গড়ে ৫ বছরের চুক্তিতে চেলসিতে নাম লিখিয়েছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। চেলসি কাল ক্লাবের ওয়েবসাইটে মোরাতার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। অবশ্য ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সি এই স্ট্রাইকারকে কিনতে ৬০ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে চেলসিকে। ট্রান্সফার ফির ক্লাব রেকর্ড এটি। এর আগে ২০১১ সালে লিভারপুল থেকে ফার্নান্দো তোরসকে কিনতে সর্বোচ্চ ৫০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল চেলসির। মোরাতার ক্লাব ক্যারিয়ারের শুরুটা রিয়াল মাদ্রিদে। মাঝে দুই মৌসুম জুভেন্টাসে কাটিয়ে গত বছরের জুনে আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরেন। গত মৌসুমে তিনি রিয়ালের হয়ে করেন ২০ গোল। জেতেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তবে বেশিরভাগ ম্যাচেই মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এটা তার রিয়াল ছাড়ার একটা বড় কারণ। মোরাতা প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য চেলসির এশিয়া সফরের দলে যোগ দেবেন। কাল নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে স্প্যানিশ স্ট্রাইকার বলেছেন, ‘আমি এখানে এসে খুবই খুশি। এই বড় ক্লাবের অংশ হতে পারা অবিশ্বাস্য অনুভূতি। আমি কঠোর পরিশ্রম আর অনেক গোল করতে মুখিয়ে আছি এবং অনেক ট্রফি জিততে চাই।’ ডেইলি বাংলাদেশ/আরকে