Alexa ৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২০,   মাঘ ৯ ১৪২৬,   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী

 প্রকাশিত: ১৪:৫২ ১৯ জুলাই ২০১৮   আপডেট: ১৬:৪০ ১৯ জুলাই ২০১৮

ভেঙ্গে পড়েছেন অকৃতকার্য শিক্ষার্থীরা- ডেইলি বাংলাদেশ

ভেঙ্গে পড়েছেন অকৃতকার্য শিক্ষার্থীরা- ডেইলি বাংলাদেশ

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাস করেনি।

গেল বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩২টি। সে হিসেবে এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩২টি। অন্যদিকে কেউ পাস করতে পারেনি, গত বছর এমন কলেজের সংখ্যা ছিল ৭২টি। অর্থাৎ এবার শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান কমেছে ১৩টি।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডে অর্থাৎ এইচএসসিতে পাস করেছেন ৬ লাখ ৯১ হাজার ৯৫৮ শিক্ষার্থী। যা গড়ে ৬৪ দশমিক ৫৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৬২ জন শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডে অর্থাৎ আলিমে এবার পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন শিক্ষার্থী। যা গড়ে ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে অর্থাৎ ভোকেশনালে এবার পাস করেছেন ৮৯ হাজার ৮৯ জন। যা গড়ে ৭৫ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫।

ডেইলি বাংলাদেশ/এলকে