৫০ টাকা দিয়ে ধর্ষণ, ছয় মাস পর আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:১০ ১৯ ফেব্রুয়ারি ২০২০

আটক বিল্লাল মল্লিক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় মাস আগে ৫০ টাকা দিয়ে এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আটক বিল্লাল মল্লিক বরগুনার বেতাগী থানার ভোলানাথপুরের মজিদ মল্লিকের ছেলে। মঙ্গলবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর থেকে তাকে আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ২০১৯ সালের ৫ আগস্ট শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করেন বিল্লাল। এরপর ৫০ টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করেন। শিশুটি বাড়ি ফিরে ঘটনা জানালে তিনি পালিয়ে যান।
ওসি আরো জানান, মঙ্গলবার রাতে বিল্লাল মল্লিক নিজ এলাকায় ফেরেন। ধর্ষণের শিকার শিশুর খালা থানায় বিষয়টি জানালে ওই রাতেই বিল্লালকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর