ঢাবি অধিভুক্ত ৭ কলেজ
তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ‘বিশেষ ব্যবস্থায়’ পরীক্ষা
শিক্ষাঙ্গন ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:২৬ ১১ সেপ্টেম্বর ২০১৯ আপডেট: ১৯:৪২ ১১ সেপ্টেম্বর ২০১৯

ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ ৩ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ‘বিশেষ ব্যবস্থায়’চলতি ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে। একইসঙ্গে ১ম বর্ষের সঙ্গে অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিতে পারবে তারা। তবে, ৩ থেকে বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় ১ম বর্ষে ভর্তি হয়ে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে বলে জানা গেছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ ৩ বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তারা বিশেষ ব্যবস্থায় চলতি ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে এবং ১ম বর্ষের সঙ্গে অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিতে পারবে। অন্যদের পুনরায় ১ম বর্ষে ভর্তি হয়ে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। দুই একদিনের মধ্যে অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন হবে। এনিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।
ডেইলি বাংলাদেশ/এমএইচ