Alexa ৩২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে ইংল্যান্ড  

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

৩২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে ইংল্যান্ড  

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩৩ ২৪ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় টেস্ট ড্রয় দিয়ে শেষ করে অজিরা। হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে এসেও তাদের হাতে খেলার নিয়ন্ত্রণ। কিন্তু এ ম্যাচে দাপট দেখানোর সুযোগ ছিল ইংলিশদের।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৭৯ রানে গুটিয়ে দিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে চরম লজ্জার মুখে পড়লো ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। 

মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস।দ্বিতীয় ইনিংসেও যে অস্ট্রেলিয়া খুব ভালো ব্যাটিং করেছে এমন নয়। তবে প্রথম ইনিংসের বড় লিডের সুবাদে ঠিকই ইংল্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে টিম পেইনের দল। 

জিততে হলে চতুর্থ ইনিংসে ৩৫৯ রানের বড় সংগ্রহ তাড়া করতে হবে ইংলিশদের।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন স্মিথের বদলি হিসেবে সুযোগ পাওয়া মার্নাস লাবুসচাগনে। প্রথম ইনিংসে করেছিলেন ৭৪, দ্বিতীয়বার নেমে ৮০ রান করে রানআউটের কবলে পড়েন তিনি। ম্যাথু ওয়েড ৩৩ আর ট্রাভিস হেড করেন ২৫ রান।

ইংল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নেন বেন স্টোকস। ২টি করে উইকেট শিকার করেন জোফরা আর্চার আর স্টুয়ার্ড ব্রড।

৩৫৯ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে ইংল্যান্ড। তৃতীয় দিনে লাঞ্চের পর তারা তুলেছে ২ উইকেটে ৩১ রান। 

অজি বোলিং দাপটে রবি বার্নস ৭ আর জেসন রয় ৮ রানে আউট হন। জো রুট ৫ ও জো ডেনলি ১১ রানে ব্যাট করছেন।

ডেইলি বাংলাদেশ/সালি