Alexa ‘ত্রিশ বছরের সাপুড়ে জীবনে এতো বড় গোখরা সাপ ধরিনি’

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ৩ ১৪২৬,   ১৯ সফর ১৪৪১

Akash

‘ত্রিশ বছরের সাপুড়ে জীবনে এতো বড় গোখরা সাপ ধরিনি’

রাজবাড়ী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১৭ ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৩:২০ ২১ সেপ্টেম্বর ২০১৯

সংগৃহীত

সংগৃহীত

রাজবাড়ীর শ্রীপুর বাস টার্মিনাল এলাকার মো. আলেক ড্রাইভারের বসতবাড়ি থেকে সাড়ে ৪ হাত লম্বা খয়েরী রংয়ের গোখরা সাপ ধরা পড়েছে।

সাপুড়িয়ার দাবী বিশাল আকৃতির এই খয়েরী পুরুষ গোখরার বয়স প্রায় ২৫ বছর।

বৃহস্পতিবার বিকেলে ট্রাকচালক আলেক এর বাড়ির উঠানে ইটের স্তুপের ভেতর থেকে সাপটি ধরা হয়। তখন এই বিশাল আকৃতির গোখরা সাপটি দেখতে শত শত লোক ভিড় জমায়।

রাজবাড়ী জেলার সাপুড়ে সরদার লিটন জানান, গরমের সময় লুকিয়ে থাকা সাপ লোকালয়ে চলে আসে। তখন বসতবাড়ির ঘরের ভেতর, খড়ের গাদা, ইটের স্তূপ, মুরগীর খোপে সাপগুলো আশ্রয় নেয়। এতো বড় সাপ সচরাচর দেখা যায় না। হয়ত সাপটি এতো দিন নির্জন স্থানে লুকিয়ে ছিলো। আমার ৩০ বছরের সাপুড়ে জীবনে আমি এতো বড় গোখরা সাপ ধরিনি।

এসময় সাপুড়িয়া লিটন বলেন, সবাইকে বলবো সব সময় বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর বিষধর সাপ দেখলেই সাপুড়িয়াকে খবর দিতে।

ডেইলি বাংলাদেশ/এমকে