Alexa ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

 প্রকাশিত: ১৫:১৬ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৬:০০ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার দুপুরে ইসির যু্গ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান। বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট জেলা-উপজেলায় পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট ডিসি রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউএনও এবং জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর।  বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

ডেইলি বাংলাদেশ/জেডআর/আরআই