Alexa ২৪ ঘণ্টার মধ্যে আসছে ভারী বৃষ্টি

ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

২৪ ঘণ্টার মধ্যে আসছে ভারী বৃষ্টি

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২১ ৩০ আগস্ট ২০১৯   আপডেট: ১৭:১৩ ৩০ আগস্ট ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারাদেশের বৃষ্টি পরিস্থিতি নিয়ে আগাম বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে বৃষ্টি অথবা বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি বাংলাদেশ/এমএস