Alexa ২২ বছর আর্সেনালে কাটানো আমার ভুল ছিল: ওয়েঙ্গার

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

২২ বছর আর্সেনালে কাটানো আমার ভুল ছিল: ওয়েঙ্গার

 প্রকাশিত: ২০:০৭ ১৮ জুলাই ২০১৮   আপডেট: ২০:০৭ ১৮ জুলাই ২০১৮

ওয়েঙ্গারের দল ছুট

ওয়েঙ্গারের দল ছুট

আর্সেনাল ডাগআউটের প্রতীক হয়ে উঠা আর্সেন ওয়েঙ্গার গেল মৌসুম শেষে আর্সেনালের সঙ্গে এতো বছরের বন্ধনের ইতি টানেন। কোচিং জীবনের ২২ বছর কাটিয়েছেন আর্সেনালে। এতো দিন পর ফ্রেঞ্চ কোচের মনে হচ্ছে, ২২ বছর এক ক্লাবে কাটিয়ে দেওয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।

১৯৯৬ সালে আর্সেনালের কোচের দায়িত্ব নেন ওয়েঙ্গার। তার অধীনে সাফল্যের পর সাফল্য পেতে থাকে আর্সেনাল। এমিরেটসদের ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা ও ৭টি এফএ কাপ জিতিয়েছেন ওয়েঙ্গার। কিন্ত তার সময়ের শেষ দিকে এসে সাফল্যের দেখা পাচ্ছিল না আর্সেনাল।

লিগে সেরা চারে থেকে প্রিমিয়ারে খেলার যোগ্যতাও প্রমাণ করতে পারছিল না দলটি। যে কারণে ক্লাব সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ওয়েঙ্গারকে। আর সে কারণেই আর্সেনাল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন ওয়েঙ্গার।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ওয়েঙ্গার। এসময় তাকে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারে তার সবচেয়ে বড় ভুল কি? এমন প্রশ্নে ওয়েঙ্গারের উত্তর দেন, সম্ভবত একই ক্লাবে ২২ বছর কাটিয়ে দেওয়াটা ছিল বড় ভুল।

ওয়েঙ্গার বলেন, আমি এমন একজন, যিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করি কিন্তু আমি একই সঙ্গে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিবর্তন পছন্দ করি। এই সময়ে আমি একই চ্যালেঞ্জের মধ্যে বন্দি ছিলাম।

আর্সেনাল ছাড়ার পর নতুন কোনো চাকরিতে অবশ্য যোগ দেননি ওয়েঙ্গার। তার নতুন ঠিকানা কোথায় হয় সেটি অবশ্য সবার কৌতুহলের বিষয়।

ডেইলি বাংলাদেশ/সালি


২২ বছর আর্সেনালে কাটানো আমার ভুল ছিল: ওয়েঙ্গার

আর্সেনাল ডাগআউটের প্রতীক হয়ে উঠা আর্সেন ওয়েঙ্গার গেল মৌসুম শেষে আর্সেনালের সঙ্গে এতো বছরের বন্ধনের ইতি টানেন। কোচিং জীবনের ২২ বছর কাটিয়েছেন আর্সেনালে। এতো দিন পর ফ্রেঞ্চ কোচের মনে হচ্ছে, ২২ বছর এক ক্লাবে কাটিয়ে দেওয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।

১৯৯৬ সালে আর্সেনালের কোচের দায়িত্ব নেন ওয়েঙ্গার। তার অধীনে সাফল্যের পর সাফল্য পেতে থাকে আর্সেনাল। এমিরেটসদের ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা ও ৭টি এফএ কাপ জিতিয়েছেন ওয়েঙ্গার। কিন্ত তার সময়ের শেষ দিকে এসে সাফল্যের দেখা পাচ্ছিল না আর্সেনাল।

লিগে সেরা চারে থেকে প্রিমিয়ারে খেলার যোগ্যতাও প্রমাণ করতে পারছিল না দলটি। যে কারণে ক্লাব সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ওয়েঙ্গারকে। আর সে কারণেই আর্সেনাল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন ওয়েঙ্গার।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ওয়েঙ্গার। এসময় তাকে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারে তার সবচেয়ে বড় ভুল কি? এমন প্রশ্নে ওয়েঙ্গারের উত্তর দেন, সম্ভবত একই ক্লাবে ২২ বছর কাটিয়ে দেওয়াটা ছিল বড় ভুল।

ওয়েঙ্গার বলেন, আমি এমন একজন, যিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করি কিন্তু আমি একই সঙ্গে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিবর্তন পছন্দ করি। এই সময়ে আমি একই চ্যালেঞ্জের মধ্যে বন্দি ছিলাম।

আর্সেনাল ছাড়ার পর নতুন কোনো চাকরিতে অবশ্য যোগ দেননি ওয়েঙ্গার। তার নতুন ঠিকানা কোথায় হয় সেটি অবশ্য সবার কৌতুহলের বিষয়।

ডেইলি বাংলাদেশ/সালি