Alexa ২০২৫ সালের মধ্যেই ভোলা-বরিশাল রুটে দুই সেতু

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

২০২৫ সালের মধ্যেই ভোলা-বরিশাল রুটে দুই সেতু

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩০ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

২০২৫ সালের মধ্যে ভোলা-বরিশাল রুটে দুটি সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভোলা-বরিশাল সেতু নির্মান প্রস্তবনার অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় আরো জানানো হয়, পাঁচ কিলোমিটার দৈর্ঘের সেতু দুটি হবে তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর। এর মধ্য দিয়েই মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন,  সেতু মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাহাবুদ্দিন আহমেদ, ভূমি সচিব মাকসুদুর রহমান, ভোলার ডিসি মাসুদ আলম সিদ্দিক, এসপি সরকার মো. কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর