Alexa ‘২০১৭ সালের পুনরাবৃত্তি চাই না’

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

‘২০১৭ সালের পুনরাবৃত্তি চাই না’

রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:২৮ ১৬ মে ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটির ডিসি একেএম মামনুর রশিদ বলেছেন, দুর্যোগের আভাস পেলেই সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে। আমরা ২০১৭ সালের পুনরাবৃত্তি চাই না।

বৃহস্পতিবার বিকেলে শিমুলতলী, টিভি সেন্টার, রূপনগরসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর পর সেখানে বসবাসকারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

ডিসি মামুনুর রশিদ বলেন, সবাই সচেতন হলেই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ২০১৭ সালের মতো এবারও বর্ষা মৌসুমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে হবে।

এ সময় এডিসি এসএম শফি কামাল, সদর উপজেলার ইউএনও জুনায়েদ কবির সোহাগ, নানিয়ারচরের ইউএনও মাসুদ পারভেজ তালুকদার, নেজারত ডেপুটি কালেক্টর পল্লব হোম দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এআর