Exim Bank
ঢাকা, বুধবার ২৫ এপ্রিল, ২০১৮
Advertisement
বিজ্ঞাপন দিন      

২০০ জন টেলিসেলস এক্সিকিউটিভ নেবে মিলভিক বিডি

 নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:২৯, ১৬ এপ্রিল ২০১৮

১৬৫ বার পঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

উদ্যোমী, আগ্রহী এমন বেশকিছু প্রার্থীকে (টেলিসেলস এক্সিকিউটিভ) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।

পদসংখ্যা : ২০০

চাকরির ধরণ: পূর্ণকালীন

বয়স: ১৮-২৮ বছর

অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর।

কর্মস্থল: মহাখালী, ঢাকা

বেতন: ৯০০০-১৩০০০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১. স্নাতক পাস
২. কম্পিউটার পরিচালনায় দক্ষতা, এমএস এক্সেল এবং ওয়ার্ড এ জ্ঞান থাকতে হবে। টাইপিংস্পিড ১৫
৩. টেলিফোনে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
৪. মৌখিক এবং লিখিত যোগাযোগে দক্ষতা সম্পন্ন।
৫. ভালো শ্রোতা এবং কোনো বিষয়ে বিশ্লেষণের দক্ষতা।
৬. সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে দক্ষতা থাকা
৭. দলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৮. নারীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

আবেদনের শেষসীমা: ৩০ এপ্রিল, ২০১৮

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বায়োডাটা [email protected] এ পাঠিয়ে দিন অথবা (নিচের জরিপ সম্পন্ন করুন এবং লিঙ্ক মাধ্যমে আপনার সিভি জমা করুন।

যেসব অ্যাপ্লিকেশন জরিপ সম্পন্ন না করে সিভি জমা দেবেন, তাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে না।)

Link: http://bit.ly/MilvikBDJob (লিঙ্কটা কপি করুন, তারপর ব্রাউজারে পেস্ট করুন)। কোনো বিষয়ে জানা থাকলে [email protected] ইমেইল করুন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

সর্বাধিক পঠিত