Alexa ১৯ লাখ টাকাসহ ভুয়া এএসপি গ্রেফতার 

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

১৯ লাখ টাকাসহ ভুয়া এএসপি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:১৯ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০০:২২ ১৮ জানুয়ারি ২০২০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা থেকে ১৯ লাখ টাকাসহ রাহুল চন্দ্র ঘোষ নামে একজন ভুয়া এএসপিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কুঁড়িলে অবস্থিত হোটেল প্রগতি ইন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের আইডি, একটি নোকিয়া মোবাইল, একটি আইফোন, ১৯ লাখ টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি হোটেল প্রগতি ইনে পুলিশের আইডি কার্ড দেখিয়ে এএসপি পরিচয়ে রুম ভাড়া নেয় অভিযুক্ত রাহুল চন্দ্র ঘোষ। পরে ১৬ জানুয়ারি হোটেল কর্তৃপক্ষ ভাড়া চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। সন্দেহ হলে ভাটারা থানা পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। ভাটারা থানা পুলিশ হোটেল প্রগতি ইনে উপস্থিত হয়ে অভিযুক্তের পরিচয় জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে এবং একপর্যায়ে তিনি ভুয়া পুলিশ পরিচয়ে হোটেলে অবস্থান করছেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসসি/আরএ