Alexa ১৬ কোম্পানির তালিকাচ্যুতি বিষয় গুজব: ডিএসই

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

১৬ কোম্পানির তালিকাচ্যুতি বিষয় গুজব: ডিএসই

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৭ ১১ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়া এবং তিন বছর ধরে উৎপাদন বন্ধ এমন ১৬ কোম্পানিকে ডিলিস্টিং বা তালিকাচ্যুতি করা হবে। বুধবার এমন একটি গুজব পুঁজিবাজারে ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় তালিকাচ্যুতির কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।    

গত ৫ বছর বা এর বেশি সময় ধরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয় না এবং ৩ বছর ধরে উৎপাদন বন্ধ এমন ১৬টি কোম্পানিকে পর্যবেক্ষণে রেখেছে ডিএসই।
 
জানা গেছে, এসব কোম্পানিকে তালিকাচ্যুতির বিষয়ে বৃহস্পতিবার ডিএসই পর্ষদ সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে গত বুধবার গুজব ছড়ানো হয়েছিল। কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, ইউনাইটেড এয়ারওয়েজ, মেঘনা কনডেন্সড মিল্ক, জুট স্পিনার্স, ইমাম বাটন, বেক্সিমকো সিনথেটিক্স, সাভার রিফ্রেক্টরিজ, দুলামিয়া কটন, সমতা লেদার কমপ্লেক্স, শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস, আইসিবি ইসলামিক ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ), সোনারগাঁও টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

আলোচ্যসূচিতে তালিকাচ্যুতির কোনো বিষয় ছিল না বলে ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি অনলাইন ও জাতীয় পত্রিকায় ‘১৬ কোম্পানির ডি-লিস্টিয়ের সিদ্ধান্ত আজ’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা ডিএসইর দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো এজেন্ডা বৃহস্পতিবারের বোর্ড সভায় ছিল না। অতএব, এ বিষয়ে কোনো সিদ্ধান্তেরও প্রশ্নই আসে না। ডিএসই মনে করে, এটা এক ধরনের গুজব। যা মোটেই কাঙ্ক্ষিত নয়।

 ডেইলি বাংলাদেশ/এসএস/এসআই

শিরোনাম

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ