Alexa ১১ দিনে ৪৬ রোহিঙ্গা চমেকে

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

১১ দিনে ৪৬ রোহিঙ্গা চমেকে

 প্রকাশিত: ১৭:৫৬ ৪ সেপ্টেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ১১ দিনে মোট ৪৬ রোহিঙ্গা নানা ভাবে জখম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ নারী-পুরুষ ও শিশু রয়েছে।

সবশেষ রবিবার রাতে গুলিবিদ্ধ আরও ৫ রোহিঙ্গাকে চমেকে ভর্তি হয়েছে।

মিয়ানমারের রাখাইন থেকে গুলি আর বোমার জখম নিয়ে বাংলাদেশে প্রবেশের পর চিকিৎসা নিতে চমেক হাসপাতালে আসে এসব রোহিঙ্গা নাগরিকদের অধিকাংশই। তাদের মধ্যে একজন গত ২৬ অগাস্ট এবং একজন ৩০ অগাস্ট মারা যান।

সীমান্ত দিয়ে পালিয়ে আসা এ রোহিঙ্গারা রবিবার রাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

আহতদের মধ্যে মো. ইউনুস (২০), মো. আলম (২০), বশির উল্লাহ (৬৫) ও খালেদ হোসেন (২৫) গুলিবিদ্ধ এবং হোসাইন জোহা (২২) এসেছেন বোমার ক্ষত নিয়ে। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে এএসআই আলাউদ্দিন জানান।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নতুন করে দমন অভিযান শুরু হয়। প্রাণ বাঁচাতে প্রতিদিন শত শত রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্তে ভিড় করছে বাংলাদেশে অনুপ্রবেশ করতে। তাদের অনেকেই সাগর পাড়ি দিতে গিয়ে সাগরেই লাশ হচ্ছেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics