Alexa হেলমেটবিহীন বাইকে চড়ায় পলকের ভুল স্বীকার: কাদের

ঢাকা, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

হেলমেটবিহীন বাইকে চড়ায় পলকের ভুল স্বীকার: কাদের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৫:২২ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৫:২২ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হেলমেটবিহীন বাইকে চড়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি তাকে জিজ্ঞসে করেছিলাম। সে আমাকে বলেছেন, আমার ভুল হয়েছে, দুঃখিত। পুনরায় আর হবে না। 

এ সময় সেতুমন্ত্রী বলেন, তিনি একজন মন্ত্রী হিসেবে খোলা মনে কথাটি বলেছেন এবং ভুল স্বীকার করার পর আমি তো আর কিছু বলতে পারি না।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/জেডআর