Alexa হুল্লোড় নাচের মধ্যেই জমিয়ে চুমু খেলেন নায়িকা, ভাইরাল ভিডিও

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

হুল্লোড় নাচের মধ্যেই জমিয়ে চুমু খেলেন নায়িকা, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪৪ ২৬ এপ্রিল ২০১৯  

ছবি: ইনস্ট্রাগ্রামের সৌজন্যে

ছবি: ইনস্ট্রাগ্রামের সৌজন্যে

দীর্ঘদিন হিন্দি টেলিভিশনের পর্দায় তিনি হিট। তারপর পা বাড়িয়েছেন বলিউডে পেয়েছেন জনপ্রিয়তাও। প্রাক্তন প্রেমিককে নিয়ে অনেকবারই চর্চায় উঠে এসেছে তার নাম। তবে জীবন তো আর থেমে থাকে না। অতীত ভুলে তিনিও এগিয়ে চলেছেন। একের পর এক কাজ করে যাচ্ছেন। আর এই নায়িকাকেই দেখা গেল বিয়েবাড়িতে বর্তমান প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে।

এই নায়িকা অঙ্কিতা লোখন্ডে। তার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুত। তবে সে পর্ব এখন অতীত। পুরনো কাসুন্দিও আর ঘাটতে চান না অঙ্কিতা। পবিত্র রিস্তা ধারাবাহিকের হাত ধরেই তার জনপ্রিয়তা। এরপর কিছুটা বেশি সময় নিলেও, বলিউডে পা রেখেছেন তিনি। মণিকর্ণিকা ছবিতে কঙ্গণার পাশে দেখা গিয়েছে তাকে।

আপাতত অঙ্কিতা নিজের সাকসেস উপভোগ করছেন বলিউডে। তার পাশে রয়েছে তার পরিবার ও প্রেমিক ভিকি জৈন। ভিকির সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে বেশ বিন্দাস মুডে ছিলেন তিনি। নাচছিলেন এবং তার মাঝেই ভিকিকে খেলেন চুমু। ব্যাস ভিডিওটি ভাইরাল হল নেট দুনিয়ায়।

চুমু খাওয়ার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/টিএএস