Alexa হিরো থেকে ভিলেন , নায়কের বদলে খলনায়ক !

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

‘হিরো’ থেকে ‘ভিলেন’, নায়কের বদলে ‘খলনায়ক’!

 প্রকাশিত: ২০:৫৬ ২৬ এপ্রিল ২০১৮  

জিৎ

জিৎ

টালিউডের ‘বস’ জিৎ। এবার তিনি হিরো নন! হলেন ভিলেন। বহু জল্পনা-কল্পনার পর, ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিতে নায়কের বদলে খলনায়ক চরিত্রে দেখা যাবে এই টলিউড হার্টথ্রবকে।

পাঠানি কুর্তা। ছোট করা ছাঁটা চুল। এক মুখ দাঁড়ি। গলায় চারগাছি মালা। চকোলেট বয়ের ইমেজ থেকে একেবারে পুরোপুরি ঘুরে গেলেন জিৎ।

প্রথম থেকে শোনা যাচ্ছিল, এবার হট লুকে সামনে আসবেন এই অভিনেতা। এমনকি তিনি নিজেও লাইভে এসে সেকথা জানিয়েছিলেন।

কিন্তু এভাবে যে নিজেকে পরিবর্তন করবেন, তা কল্পনাও করতে পারেননি তার ভক্তরা। এক্কেবারে খাঁটি দক্ষিণ ভারতীয় ভিলেন। তবে জিৎ-এর এই লুক সামনে আসতেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক।

নিন্দুকেরা বলছে, দেবকে নকল করছেন জিৎ। ‘চাঁদের পাহাড়’ থেকে ‘কবীর’ নিজের লুক নিয়ে নানান এক্সপেরিমেন্ট করেছেন দেব। সেই লুক নিয়ে এবার পরীক্ষা-নিরীক্ষায় নামছেন জিৎ।

আবার কেউ কেউ বলছেন, ওসব কিছু নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে ভাঙছেন নায়ক। দেব নয়, এক্ষেত্রে প্রসেনজিৎকে অনুসরণ করছেন এই অভিনেতা।

তবে সে যাই বলুক। জিৎ-এর নয়া লুক বেশ মনে ধরেছে তার ভক্তকূলের। তামিল ছবি ‘ভেদালাম’-এর রিমেক ‘সুলতান দ্য সেভিয়ার’।

সেখানে জিৎ-এর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।

জিৎ এর এই ছবিটি ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics