Alexa হিনা খান সালমানের প্রেমিকা!

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

হিনা খান সালমানের প্রেমিকা!

 প্রকাশিত: ১২:১৭ ২৮ এপ্রিল ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সালমানের প্রেমিকা হিনা খান, এমন মন্তব্য করে ভক্তদের ঘোরে ফেলে দিলেন স্বামী ওম। সেই সঙ্গে সালমান চাইতেন তার বান্ধবী-ই যাতে বিগ বস-এর শিরোপা জিতে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন স্বামী ওম। আর তারপরেই শুরু হয় বিতর্ক।

ইন্ডিয়া টুডে-র সাক্ষাৎকারে স্বামী ওম বলেন, একটা সময় সালমান খান হিনা খানের সঙ্গে ‘ডেটিং’ করতেন। হিনা-ই যাতে বিগ বসের শিরোপা পান, তাই চাইতেন সালমান।

কিন্তু, হিনাই যে সালমানের বান্ধবী ছিলেন, এটা কিভাবে জানলেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওম বলেন, তন্ত্র বিদ্যা’র মাধ্যমেই সালমান-হিনার সম্পর্কের কথা তিনি জেনেছেন। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য সালমান এবং হিনা খান।

ডেইলি বাংলাদেশ/টিএএস