Alexa হাসপাতালে স্ত্রীর মরদেহ, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি স্বামী-ছেলে

ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

হাসপাতালে স্ত্রীর মরদেহ, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি স্বামী-ছেলে

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১৮ ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৯:২১ ২৪ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পর পর চাদর ঢাকা দু’টি দেহ। এক জনের দেহ সাদা চাদরে ঢাকা। একটা শাঁখা-পলা পরা হাত ঝুলছে সেই সাদা চাদরের ফাঁক দিয়ে। পাশে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে কেঁদে চলেছেন এক তরুণী আর এক মধ্যবয়সী নারী। তারা কচুয়াধামের দুর্ঘটনায় মৃত অপর্ণা সরকারের দিদি চন্দনা মণ্ডল আর বোন সুপর্ণা মণ্ডল। 

শুক্রবার ভোরবেলা দুর্ঘটনার খবর পেয়ে কোনো রকমে আগরপাড়া আর বনগাঁ থেকে তড়িঘড়ি বেরিয়ে এসেছেন দু’জনে। বৃহস্পতিবার দুপুরে আট বছরের ছেলে দীপ আর স্বামী তারক সরকারের সঙ্গে কচুয়ায় জল ঢালতে দত্তপাড়া থেকে বেরিয়েছিলেন ২৭ বছর বয়সী অপর্ণা সরকার।

তারা যখন মন্দির থেকে কয়েক মিটার দূরে, তখনই হুড়মুড়িয়ে পাঁচিল ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অপর্ণা। তাকে ন্যাশনাল মেডিকেলে নিয়ে এল মৃত বলে ঘোষণা করা হয়। যদিও অপর্ণার স্বামী আর ছেলে কোথায় রয়েছে সেই খোঁজ তখনও পাননি দুই বোন। পরে জানা যায়, তারা ধান্যকুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।

অপর্ণার সঙ্গেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় হাসনাবাদ আমলানির বাসিন্দা তরুণ মণ্ডলকে। তিনি বাড়ির কাছে একটি বেসরকারি রক্ত পরীক্ষা কেন্দ্রে কাজ করতেন। বাড়িতে দেড় বছরের মেয়ে আর স্ত্রী রয়েছে। 

বৃহস্পতিবার তরুণবাবু ছোটভাই রাজু আর এক শ্যালককে নিয়ে কচুয়া ধামে গিয়েছিলেন জল ঢালতে। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে একটি গাড়ি করে তারা তিন জনে মিলে বসিরহাটে পৌঁছান। সেখান থেকে জল নিয়ে হাঁটা শুরু করেন কচুয়া ধামের দিকে। কিন্তু শেষরক্ষা হয়নি। মন্দিরে পৌঁছনোর আগেই পাঁচিলের তলায় চাপা পড়ে যান তরুণবাবু। তার ভাই রাজুও জখম হন। তবে শ্যালকের কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার সকালে তরুণবাবুর জেঠতুতো ভাই বাপ্পা মণ্ডল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জানান, সকালে তরুণবাবুর মেজভাই তাপসের মোবাইলে দুর্ঘটনার খবর জানান রাজু। রাজু শুধু ফোনে বলেছিল, তোমরা চলে এসো। দাদা গুরুতর আহত। কিন্তু তারা যখন ন্যাশনাল মেডিকেলে পৌঁছান, দেখেন রাজুর চোখে-মুখে আতঙ্ক। গোটা গায়ে কাদা মাখা। কোনো রকমে সে জানায় ‘‘দাদা নেই।’’ তার পর থেকে একপ্রকার ট্রমায় রয়েছেন রাজু। 

এদিকে সকালেই ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় তাদের ওখানে দু’জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরো দু’জনকে ঘটনাস্থল থেকে পাঠানো হয়েছে এসএসকেএমে। পরে এসএসকেএমে সেই দু’জনের মৃত্যু হয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যার পরে সেই দু’জনের মধ্যে নারীকে হাসনাবাদের সনকা দাস বলে শনাক্ত করে মাটিয়া থানার পুলিশ। তারা জানায়, ওই নারী নিখোঁজ ছিলেন বলে থানায় খবর এসেছিল। আর সেই ছবি মিলিয়েই সন্ধ্যার পরে তাকে শনাক্ত করে পুলিশ। তবে অপর যুবকের পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

ডেইলি বাংলাদেশ/জেএইচ