Alexa হাসপাতালে বাংলাদেশ ফুটবল কোচ

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

হাসপাতালে বাংলাদেশ ফুটবল কোচ

 প্রকাশিত: ১৭:৫৭ ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ১৭:৫৭ ৮ অক্টোবর ২০১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বুকে ব্যাথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে । সোমবার দুপুরে দলের অনুশীলনে যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে জরুরী ভিত্তিতে এই ইংলিশ কোচকে ভর্তি করা হয় হাসপাতালে।

বাংলাদেশ দল এখন বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলতে কক্সবাজারে অবস্থান করছে। বুধবার সেখানেই আসরের দ্বিতীয় সেমি ফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে তারা। ম্যাচের প্রস্তুতি হিসেবে সোমবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। শেষ পর্যন্ত জেমি ডে সেখানে যোগ দিতে পারেননি।

জেমি ডে’কে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। জানা গেছে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এদিন সেমি ফাইনালিষ্ট চার দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি তিনি।

বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। পরে ওই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই স্বাগতিকদের নিশ্চিত হয়ে যায় সেমি ফাইনাল। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের কাছে অবশ্য ০-১ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ।

ডেইলি বাংলাদেশ/আরএস