Alexa হামাগুড়ি দেয়া শিশুর কণ্ঠে লতা মঙ্গেশকরের গান, অবাক নেট দুনিয়া

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

হামাগুড়ি দেয়া শিশুর কণ্ঠে লতা মঙ্গেশকরের গান, অবাক নেট দুনিয়া

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৩৯ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সঙ্গীতের কোনো জাত নেই, নেই কোনো বয়সও। আর তাই এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে নেট দুনিয়া। যে শিশু ঠিক মতো দাঁড়াতেই পারেনা সেই গাইছে গান। তাও আবার যে কোনো শিল্পীর গান নয় স্বয়ং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কালজয়ী গান লাগজা গলে কে ফির না আয়ে।

শারীরিকভাবে সক্ষম নয় বড়বড় যুদ্ধ করার জয়লাভ তো পরের কথা। সেই বয়স তার আসেনি এখনো আদো আদো গলায় খাটের উপরে উপুড় হয়ে শুয়ে বিন্দাস ভঙ্গিতে ফুরফুরে মেজাজে গানটি গাইছে শিশুটি। গান গাওয়ার পরেই সোশ্যাল অডিয়েন্সরা রীতিমতো অবাক হয়ে যায় আর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

টালমাটাল পায়ে সেই শিশুটি হাঁটতে পারে। সেই শিশুর কাছেই এতবড় জীবন দর্শন অত্যন্ত শিক্ষনীয় বিষয়।

শিশুর গাওয়া গানটি শুনতে >>>এখানে<<< ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/টিএএস