Alexa হানিমুনে মিঠুন পুত্র, স্ত্রীর ভালবাসায়ও সিক্ত তিনি!

ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

হানিমুনে মিঠুন পুত্র, স্ত্রীর ভালবাসায়ও সিক্ত তিনি!

 প্রকাশিত: ১৩:০৭ ১৮ জুলাই ২০১৮   আপডেট: ১৩:৩৩ ১৮ জুলাই ২০১৮

মহাক্ষয় চক্রবর্তী ও স্ত্রী মদালসা শর্মা

মহাক্ষয় চক্রবর্তী ও স্ত্রী মদালসা শর্মা

ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে ছিলেন। এরপরে সব বাধা পেরিয়ে অবশেষে বিয়ের কাজ শেষ করে স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছেন মহাক্ষয়।

মহাক্ষয় ও স্ত্রী মদালসা শর্মার বর্তমানে হানিমুনে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। সেখান থেকে তাদের ভক্তদের জন্য ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মদালসা। আর ছবি দেখে স্পষ্টই বুঝা যাচ্ছে বেশ আনন্দেই নিজেদের একান্ত সময় উপভোগ করছেন এ দম্পত্তি। 

মদালসা শর্মা তার শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, আমি প্রথমবার তোমাকে দেখার পরে আমার মনে এক অদ্ভুদ অনুভুতি হয়েছিলো। এখন আমি স্ত্রীর হয়ে ভালবাসতে চাই।

প্রসঙ্গত, ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছেন ভোজপুরি সিনেমার এক নায়িকা। অভিযোগের প্রেক্ষিতে তাদের বিয়ের স্থগিত করা হয়েছিল। পরে দিল্লির আদালত দুই দিন পরে মহাক্ষয় চক্রবর্তী মুক্তি দেয়। 

ডেইলি বাংলাদেশ/টিএএস