Alexa হাত-মুখ বেঁধে সব লুট করল ডাকাতরা

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

হাত-মুখ বেঁধে সব লুট করল ডাকাতরা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৪ ১২ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জের শ্রীনগরে মঙ্গলবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। এসময় বাড়ির লোকদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।

উপজেলার তন্তর ইউপির পাড়াগাঁও গ্রামের নয়াবাড়ির ইতালী প্রবাসী মো. হান্নান ও মালয়েশিয়া প্রবাসী শাহিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের আত্মীয় আউয়াল শেখ বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ১০-১২ জনের মুখোশধারী একটি ডাকাত দল হান্নান ও শাহিনের বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। একই বাড়ির পাশাপাশি দুই ঘরের সবাইকে হাত মুখ বেঁধে জিম্মি করে সাত ভরি স্বর্ণ, চার ভরি রূপা, তিনটি মোবাইল ফোন ও প্রায় ৩৮ হাজার নগদ টাকা লুট করে ডাকাতরা। এসময় ডাকাত সদস্যের আঘাতে রিনা বেগম নামে এক মহিলা আহত হন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে জানানো হয়।  

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে শুনেছি তবে ডাকাতির ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/আরএম