Alexa হাতীবান্ধায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

হাতীবান্ধায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

হাতীবান্ধা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৩ ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১২:০৬ ৯ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ২৪ বাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার সকালে বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন হাতীবান্ধার পশ্চিম বেজগ্রামের আব্দুর রবের ছেলে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে লালমনিরহাটগামী সীমান্ত পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে। এতে ওই ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো ২৪ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের হাতীবান্ধা হাসপাতাল ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস