Exim Bank
ঢাকা, রোববার ২২ এপ্রিল, ২০১৮
Advertisement
বিজ্ঞাপন দিন      

হাতিয়ায় বাড়িতে ঢুকে গুলি, শিশু নিহত

 নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১১, ১৬ এপ্রিল ২০১৮

১৬৫ বার পঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবাও গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নিরব উদ্দিন হাতিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মিরাজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র।

গুলিবিদ্ধ অবস্থায় নিহতের বাবা মিরাজ উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মিরাজ জানান, গত পৌরসভা নির্বাচনে তিনি পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমেদের পক্ষে কাজ করেন। তখন থেকে সংসদ সদস্য আয়শা ফেরদৌসের অনুসারীদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। রাতে ডালিম, জুয়েল, কাইউম, মুরাদ বেচু, মহিন ও জিন্নুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ সময় মিরাজ ও তার ছেলে নিরব গুলিবিদ্ধ হয়।

আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর নিরবকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

হাতিয়া থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

সর্বাধিক পঠিত