Alexa বিচে ‘নগ্ন’ পামেলা

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিচে ‘নগ্ন’ পামেলা

 প্রকাশিত: ১৩:০১ ১৩ অক্টোবর ২০১৮   আপডেট: ১৩:০১ ১৩ অক্টোবর ২০১৮

পামেলা আন্ডারসন

পামেলা আন্ডারসন

হলিউড অভিনেত্রী পামেলা আন্ডারসন। তার বয়স এখন ৫১। কিন্তু এই বয়সেও আবেদনের দিক থেকে তরুণ অভিনেত্রীদেরকে টেক্কা দিয়ে চলছেন তিনি। ফিটনেসের দিক দিয়েতো বটেই, খোলামেলা হওয়ার দিক দিয়েও তিনি এখনো বেশ এগিয়ে। 

আর তার প্রমাণ ফের রাখলেন প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হওয়া এই অভিনেত্রী। এর আগে অনেকবারই নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি ক্যামেরার সামনে। তবে সেটা যখন তিনি হলিউডে ক্যারিয়ার শুরু করেন তখন। কিন্তু এখনো কম যান না তিনি।

সম্প্রতি একটি বিচে নগ্ন হয়ে ঘুরাফেরা করতে দেখা গেছে তাকে। আর সেই নগ্ন ছবি তিনি নিজেই অনলাইনে পোস্ট করেন। ছবিতে কোন পোশাকই পড়েননি পামেলা। কেবল হাত দিয়ে নিজের গোপন অঙ্গ ঢেকে রাখার ব্যার্থ চেষ্টা করেছেন। 

তবে আলোচনায় আসার জন্যই এমনটা করেছেন বলে মনে করছেন নেটিজেনরা। আবার অনেকে পামেলার প্রশংসাও করেছেন। এই বয়সেও তিনি যে কতটা শারিরীক সৌন্দর্যের অধিকারি সেটা সবার জানা দরকার বলেও কেউ কেউ জানিয়েছেন। তবে এসবের বিপরীতে পামেলা কোন উত্তর দেননি।   

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics