Alexa হাতির আক্রমণ বন্ধে ভারত কথা রাখেনি: ডিসি এনামুল হক

ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৪ ১৪২৬,   ০৩ রজব ১৪৪১

Akash

হাতির আক্রমণ বন্ধে ভারত কথা রাখেনি: ডিসি এনামুল হক

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৬:৪৬ ২৫ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ডিসি এনামুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে হাতির আক্রমণ থেকে বাঁচাতে দেয়া কথা রাখেনি ভারত। 

শুক্রবার সন্ধ্যায় জেলার বকশীগঞ্জে ধানুয়া কামালপুুর ইউপিতে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণের শিকার জনগোষ্ঠির মাঝে টর্চ লাইট ও জেনারেটর বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন, গত বছর ভারতীয় ডিডিএম ও বাংলাদেশের ডিসির মধ্যে বৈঠক হয়। ভারতীয় অংশে হাতির পর্যাপ্ত খাদ্য তৈরি, অতিরিক্ত গাছ রোপণ করে হাতিকে আটাকানোর কথা দেয়া হয়। কিন্তু ভারত এটির কোনোটাই বাস্তবায়ন করেনি।

ডিসি আরো বলেন, আগামী সভায় এ বিষয়ে ভারতকে হাতির বিষয়ে আরো চাপ দেয়া হবে। হাতির কবল থেকে স্থানীয়দের আরো সচেতন হওয়ার আহবান জানান।

আরো বক্তব্য রাখেন, বকশীগঞ্জের  ইউএনও আ স ম জামশেদ খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) সিন্ধা দাশ, অধিবাসী নেতা হোসিও জং, ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ। 

সাত দিনে জামালপুরের বকশীগঞ্জে হাতির আক্রমণে দুই জন মারা গেছে। এছাড়া আরো একজন আহত হয়েছেন। এক মাস ধরে ভারতীয় হাতির একটি দল বাংলাদেশে অবস্থান করছে। ফলে এই উপজেলার ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।  

ডেইলি বাংলাদেশ/এমকে