Alexa ‘হল অব ফেইমে’ অভিষিক্ত সেনাপ্রধান

ঢাকা, শনিবার   ১৭ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

‘হল অব ফেইমে’ অভিষিক্ত সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২০:৩৩ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২০:৩৩ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ‘হল অব ফেইমে’ অভিষিক্ত করা হয়েছে। 

রোববার চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভিষিক্ত করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের অসামান্য কর্মময় জীবন, প্রতিকৃতি ও অন্যান্য তথ্য ‘হল অব ফেইমে’ সন্নিবেশিত করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ ও কমিশন পেয়ে যেসব অফিসার স্ব স্ব বাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন ও ভবিষ্যতে হবেন, তাদের প্রতিকৃতিসহ কৃতিত্বপূর্ণ কর্মময় জীবনের উল্লেখযোগ্য তথ্য ‘হল অব ফেইমে’ সংযোজিত হবে। 

এর মাধ্যমে একাডেমির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যুক্ত হলো এক নতুনমাত্রা। বর্তমান সেনাবাহিনী প্রধানের অভিষেকের মাধ্যমে ‘হল অব ফেইম’ এর শুভ উদ্বোধন সূচিত হলো। 

পরে সেনাবাহিনী প্রধান মিলিটারী একাডেমির জাদুঘরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এসবি/এস/জেডআর

Best Electronics
Best Electronics