Alexa হলের ছাদে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

হলের ছাদে ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৩ ২২ আগস্ট ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাঝরাতে বিদ্যুৎ চলে যাওয়ায় গরম সহ্য করতে না পেরে ছাদে ঘুমাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসীন হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের ছাদে ঘুমানোর একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মহসীন হলে কারেন্ট চলে যায়। এতে শিক্ষার্থীরা গরম সহ্য করতে না পেরে জীবনের ঝুঁকি নিয়েই হলের ছাদে ঘুমিয়ে পড়েন।  

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেন, শিক্ষার্থীদের ছাদে ঘুমানোর বিষয়টি অমানবিক। এ বিষয়ে হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি অভিযোগ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে কথা বলবো।

ডেইলি বাংলাদেশ/এমএইচ